ওই নীলাকাশে দেখ তারাদের হাসি
চাঁদের ছোঁয়ায় যেন বলে ভালবাসি ।


ওই দেখ মেঘমালা উড়ে আর ভাসে
কি যেন ছোঁয়ায় তারা ভবে পড়ে খসে।
আমি কেন তোর ছবি এত ভালবাসি।।


ওই দেখ গাছে গাছে ডাকে কত পাখি
কিসের আশায় তারা বাঁধে প্রিয় সখি।
এই মন তোর প্রাণে দেয় কেন হাসি।।


রচনা কাল : ২৩/০৩/২০১৮ ইং