ওই দুটি চোখ আর ওই ঠোটে হাসি
পারিনা তো ভুলে যেতে তারা দিছে ফাঁসি।।
ও মুখের কথা আজ দেয় শুধু কষ্ট
সাদা মন আজ তাই হয়ে গেছে নষ্ট।
অন্ধকারে আসে ব্যথা ছুটে রাশি রাশি।।
মন দিয়ে পেলাম না মন মত মন
মালা গেঁথে ফেলে দিছি তাই দূর বন।
কষ্ট কেন অশ্রু জলে যায় না ক ভাসি।।
রচনা কাল : ২৮/০৯/২০১৮ ইং