ওই দূর নীলাকাশে চোখ শুধু যায়
এই মন সেথা যেন তোমাকেই পায়।।


হৃদয়ের গান গুলো বাতাসে ছড়ায়
সেই গান তোমার কি হৃদয় ভরায়।
কলিজার সব খান তোমাকে যে চায়।।


প্রেমের তরীতে জল উঠে আর নামে
গভীর নিশিতে প্রাণ কেন জানি থামে।
শরীরের প্রতি কণা সুখে গান গায়।।


রচনা কাল : ১৬/১০/২০১৮ ইং