অবেলা একেলা কাটে স্মৃতি ঘিরে হাসে
বিরহী জোয়ারে ব্যথা কাছাকাছি আসে।।
আপন মানুষ যদি দুঃখ পেলে ছাড়ে
ভুবন আঁধার হয়ে পিছে উঁকি মারে।
ব্যথার সাগর জলে মন তাই ভাসে।।
পাথরে ফুটবে ফুল কিছু মনে নয়
সারাটি জীবন মিথ্যে ভুলে ভুলে হয়।
কিসের আশায় বাঁচি কেন স্বপ্ন আঁকি
মায়ার বাঁধনে বেঁধে সুখ দেই বাকি।
আসল হারালে কেউ নাহি থাকে পাশে।।
রচনা কাল : ১৫/১২/২০১৮ ইং