নূপুরের শব্দ বাজে মেঠো পথ ধারে
মন তাই ছুটে যায় সেথা বারে বারে।।
বুক ভরে প্রেম পেতে ভাবি সারাক্ষণ
খুব কাছে যদি আসে দিয়ে দিবো মন।
হৃদয়ের কথা গুলি শুধু উকি মারে।।
দু'টি আঁখি ভারি মিষ্টি ছবি যেন দেখে
পাগলের মত হাসি ঠোটে রাখে মেখে।
অপলকে যায় খুঁজে চারদিকে তারে।।
দিবানিশি স্বপ্ন এসে দেয় প্রাণে জ্বালা
এসে কেন যায় ফিরে দিবে কবে মালা।
এই প্রাণ সয়ে যেতে নাহি আর পারে।।
রচনা কাল : ১১/১১/২০১৮ ইং