নিভৃত যতনে বুকে রেখেছি তোমায়
কোন ক্ষণে চিত্ত কোণে ভুলবার নয়।।
তোমার সোহাগ আর কোথা গেলে পাবো
কাছে টেনে বুক মাঝে নিতে কি পারবো।
জ্বালাভরা মন যেন পায় শুধু ভয়।।
বুকে বাজে ক্ষণে ক্ষণে কত ব্যথা সুর
মনে নেই শান্তি আর দুঃখ ভরপুর।
বিরহের গান গুলো লাগে মধুময়।।
রচনা কাল : ৩১/১২/২০১৭ ইং