নিশিতে ভেঙেছে ঘুম দেখি চাঁদ নাই
মেঘে মেঘে গেছে ঢেকে কোথা তারে পাই।।
জানি মেঘ উড়ে যাবে হাসবে যে চাঁদ
ব্যথিত সময় গুলি পড়ে যাবে বাদ।
তবু এই রাত মনে থাকবে যে তাই।।
হৃদয় যেখানে দাগ পড়ে গেল কালো
কোনদিন জানি সেথা হবে না ক ভাল।
না পাওয়ার এ ব্যথা হবে যেন ছাই।।
রচনা কাল : ২১/০৯/২০১৮ ইং