নিশিরাতে বসে আছি জানালার পাশে
গরমে যাচ্ছেরে প্রাণ মন নাহি হাসে।।


অসহ্য গরমে যেন দেহ পুড়ে যায়
জোনাকিরা আলো দেয় পাখা ঝাঁপটায়
প্রতি ক্ষণে তারা যেন হাওয়ায় ভাসে।।


ধীরে ধীরে তাপ যেন বেড়েই চলেছে
প্রাণ আজ চলে যাবে মন যে বলেছে।
কখন আসবে ঠান্ডা এই জৈষ্ঠ মাসে।।


রচন কাল : ২৭/০৫/২০১৮ ইং