নিশি রাতে একা বসে ভেবো কিছুক্ষণ
বুঝে যাবে কত খানি পেতে চাই মন।
তুমি ছাড়া চারদিকে দেখি অন্ধকার
হাহাকারে ভরে ওঠে বুক বার বার।।


এত ভালবাসি বলে কাছে ছুটে আসি
মন প্রাণ সুখে ভরে দাও যদি হাসি।
প্রেম দিয়ে দুঃখ নদী করে দাও পার।।


মনে জাগে যত কথা সবি বলে যাও
প্রেম জ্বালা নিভে দিতে কাছে টেনে নাও।
চিরকাল প্রাণে বেঁধে রবো তবে ধার।।


রচনা কাল : ১৭/১২/২০১৮ ইং