নীরবে নয়ন জলে আজ ভেসে যাই
আঁধারে একেলা মনে শুধু গান গাই।।
স্বপন দুয়ারে দেখি আজো তার মুখ
বাস্তবে অন্তরে তাই নাই কোন সুখ।
সবুজ সোনালি দিন আর কোথা পাই।।
আদর সোহাগ করে দিয়ে ছিল হাসি
হাজার বছর ধরে রবে পাশাপাশি।
ভুলেছে আমায় দেয়া সব কথাটাই।।
সুরেলা কন্ঠের মাঝে কথা ছিল মিছে
পাগল বানিয়ে দূরে চলে গেছে পিছে।
হৃদয় বাঁধন জ্বলে হয়ে গেছে ছাই।।
রচনা কাল : ২৩/১১/২০১৮ ইং