নীরব মনের তরে দুঃখ বাসা বাঁধে
রাতের নীরব ক্ষণে চুপি চুপি কাঁদে।।
এ কেমন জ্বালাতন সয়না পরানে
যায় না এ দুঃখ বলা যেন কারো সনে।
পুড়ে পুড়ে ছাই হয়ে পাহাড় যে বাঁধে।।
কষ্টের সাগরে বুঝি কমে না তো জল
নদী ডাকে জল নিতে তবু করে ছল।
এই বুকে জল দেয় আকাশও কেঁদে।।
রচনা কাল : ০২/০৩/২০১৮ ইং