নীলাকাশে অশ্রু ভাসে সূর্য হাসে দূরে
এই বুক শূন্য হল যেন পুড়ে পুড়ে।
মৃদু মৃদু বায়ু বয় দুঃখ আরো জ্বলে
প্রিয়জন সুখ পায় দিয়ে স্মৃতি গলে।।


হারানোর সব ব্যথা জাগে অন্ধকারে
ফাঁকি দিয়ে গেছে চলে সেই অন্য পাড়ে।
একা তাই এক মনে হাসি খলখলে।।


যত ছিল প্রেম বুকে সবটুকু নিছে
বিনিময়ে জ্বালা আর স্মৃতি শুধু দিছে।
ভাল লাগা দিন গুলি বেদনার জলে।।


রচনা কাল : ০৫/০৫/২০১৯ ইং