নিজেই চেয়েছো নাম কবিতা তোমার
দিয়েছি ভালবেসেই দেরি নেই তার।।
ভালবাসো বলেই তো নিয়েছো সে নাম
তবে কেন মুখে বলো নেই প্রেমে কাম।
ভয় কেন পাও বন্ধু আসো এই ধার ।।
বিধাতা কখনো যদি বলে দূরে যাও
কষ্ট আমি পাবো বলে এখনি বুঝাও।
জেনে নাও সত্য প্রেম মানে না তো হার।।
রচনা কাল : ৩১/০৭/২০১৮ ইং