নাকে কানে দিয়ে ফুল ফুলমালা গলে
মেঠো পথে হাসি মুখে ধীর পায়ে চলে।
প্রাণ করে আনচান ছুঁতে চায় তারে
মন সাথে বাঁধি মন স্বপ্নে বারে বারে।।
একদিন দিঘীপাড়ে হয়ে ছিল দেখা
সেই থেকে মন চায় যেন প্রেম শেখা।
পূর্ণ হবে এই আশা এলে বুঝি ধারে।।
দিন কাটে রাত কাটে শুধু ভাবনায়
তাড়াতাড়ি এই মন তারে পেতে চায়।
ধৈর্য যেন ক্ষণ সাথে যুদ্ধ করে হারে।।।
রচনা কাল : ০৮/১২/২০১৮ ইং