মরণ বেলায় কেন ডাকো বারে বার
প্রেমের খেলায় আমি মেনে নিছি হার।।
তোমার সুখের লাগি যাবো বহু দূরে
ব্যথিত হৃদয় খানি যাক যত পুড়ে।
আশার প্রদীপ প্রাণে নাহি জ্বলে আর।।
ভুবন আঁধারে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে
নয়নে আসছে যেন শত স্মৃতি ফিরে।
পবনে দুলছে সব দেখো চারিধার।।
এমন সময় তবু যাই ভালবেসে
পাগল হয়েছি আজ একা একা হেসে।
সুখের আশায় ছেড়ে যাচ্ছি এই পাড়।।
রচনা কাল : ২৫/১১/২০১৮ ইং