মরে যাবে প্রেম যদি নাহি হয় জয়
এত ভালবাসে বলে প্রাণে লাগে ভয়।।


জীবনের তরী খানি যদি উল্টে যায়
সেই দিন এই মন তারে কাছে চায়।
মরণের পরে যেন বুক মাঝে রয়।।


সব খানে শুধু জ্বালা আজ যেন বোঝে
পাশে এসে ভালবেসে তাই সুখ খোঁজে।
বুঝে গেছি এই প্রেম হারাবার নয়।।


দূর থেকে কাছে টানে মধু ভরা সুরে
প্রেম ঝড় তোলে বুকে সব ভেঙেচুরে।
সারাক্ষণ প্রেম ঢেউ মন জুড়ে বয়।।


রচনা কাল : ১৯/১১/২০১৮ ইং