মরে গেলে এ দেহটা হয়ে যাবে মাটি
মিশে গেলে তার সাথে হয়ে যাবে খাটি।।
ভাব মন এই কথা বসে নিরালায়
ভুবনের সব সুখ যাবে যে হারায়।
দিন আছে মন তুমি হও পরিপাটি।।
সত্য পথ না চিনলে মিথ্যে এ জনম
কি হবে মিথ্যে আশায় দিয়ে এত শ্রম।
সব কষ্ট বৃথা গেলে বুক যাবে ফাটি।।
রচনা কাল : ২৭/০৭/২০১৮ ইং