মনেতে যে ছবি ছিল তা তো আর নাই
কোথাও সে ছবি খুঁজে আর নাহি পাই।।
ভালবাসো কত খানি বুঝেছে এ মন
মিষ্টি হেসে বৃষ্টি দিনে জুড়ালে নয়ন।
দেখা দিয়ে মন প্রাণ দিয়ে দিলে তাই।।
এই দেখা না হলে তো এমন হত না
স্বপ্ন স্বপ্ন লাগে শুধু মন ভরল না।
প্রাণ বলে বার বার তার দেখা চাই।।
রচনা কাল : ৩০/০৭/২০১৮ ইং