মনের মতন মন নাই রে ভুবনে
রূপ মেলে মন মত যেখানে সেখানে।।


রূপ দেখে অন্ধ প্রেমে মন দেয় ছেড়ে
সেই মন মিথ্যা প্রেমে যায় জ্বলে পুড়ে।
তারপর সেই প্রেম সত্য হয় গানে।।


কবিতায় ছলনার নাম থাকে ভরে
যে করে ছলনা প্রেমে কবি ডাকে তারে।
মিথ্যা প্রেমে পড়ে কারা কাঁদে নিশিদিনে ।।


রচনা কাল : ১৭/০৪/২০১৮ ইং