মনের মানুষ ভবে পাবো কবে আর
ব্যথা ভরা এই প্রাণ কাঁদে বার বার।।


সুখের হাসি আমার মিলেনি কপালে
কোন শখ তীব্র আশা সব গেছে হেলে।
কেমন মানুষ আমি নাই বন্ধু তার।।


সবে শুধু দেয় ধোকা সব কেড়ে নিয়ে
নিজেকে  রেখেছি তাই নীরবে গুটিয়ে।
আমার মনটা কেহ করবে কি তার ।।


রচনা কাল : ০১/০৪/২০১৮ ইং