মনের কথা বলতে কত যে ডরাই
রাগ করে যদি বলে আর কথা নাই।।


ফোন দিলে কত কথা ফিসফিস করে
মুখ খানি অন্য দিকে ফোন দূরে ধরে
বলে যাই তাতে যদি সুখ মনে পাই।।


গালি দিলে মন্দ নয় তাতে সুখ রয়
ছেড়ে গেলে এই ভেবে প্রাণ পায় ভয়।
তাই তারে চুপিসারে ভালবেসে যাই।।


রচনা কাল : ২৯/০৭/২০১৮ ইং