মনের গভীর আশা হয় না পূরণ
ব্যথা ভরা প্রাণে কেহ ফেলে না চরণ।।


কারো দেখা পাই নে কো দুঃখের দুয়ারে
সবে যায় দূরে সরে দেখে বারে বারে।
ভুবনের সব খানে এক কি ধরণ।।


কেন আশা বাঁধে মনে ব্যথা ভরা বুকে
প্রাণ তাই কেঁদে মরে যেন ধূকে ধূকে।
আঁধার বেলায় সুখ হয় যে স্মরণ।।


রচনা কাল : ০২/০৫/২০১৮ ইং