মনের আকাশে কষ্ট ঘুড়ি হয়ে উড়ে
অন্তর ভেতর জ্বলে সারা দিন জুড়ে।
রঙিন সুতাটি ছিঁড়ে যাবে কবে দূরে
বেদনা আঁধার ঘরে প্রাণ শুধু পুড়ে।।


দক্ষিণা পবনে দোলে হাহাকার বাড়ে
নতুন সুতার মালা বাঁধা তার ঘাড়ে।
কিসের আশায় এত চারদিকে ঘুরে।।


ঠিকানা বিহীন পথ তবু যেন চেনা
তৃষিত বুকের দামে ছিল মন কেনা।
কাউকে বলতে মানা ব্যথা ভরা সুরে।।


রচনা কাল : ২২/১২/২০১৮ ইং