মনের আকাশে ছিল এতদিন ভেসে
বৃষ্টির মতন গেল ঝরে ঝরে শেষে।
হৃদয় দহন আরো যায় বেড়ে যায়
কিভাবে মিটবে তৃষা জ্বালা শুধু পায়।।


জীবন প্রদীপ ঝড়ে নিবু নিবু জ্বলে
নয়ন জলের ধারা কত কথা বলে।
শোনার নেইতো কেউ নিশিতের গায়।।


মেঘের ভেলায় ভেসে তেপান্তরে যাবো
ছেড়েছে মেঘের সাদা কোথা তারে পাবো।
আঁধারে ছেয়েছে বলে অশ্রু দিতে চায়।।


রচনা কাল : ২২/১২/২০১৮ ইং