মন যদি ভেঙে যায়


মন যদি ভেঙে যায় ব্যথা কম হয়
এই কথা মন প্রাণ কেন জানি কয়।।


শত জনমের পর আজো মনে পড়ে
স্মৃতি গুলো ভেঙেচুরে মনে যেন গড়ে।
সুখ গুলো দূরে গেলে মন পায় ভয়।।


স্বপ্ন গুলো পিছু ধরে থাকে সারাক্ষণ
দিন গুলো বেয়ে গেলে বাড়ে যে দহন।
হৃদয়ের কান্না আজো নাহি হয় ক্ষয়।।


রচনা কাল : ১৫/০৬/২০১৮ ইং