মন যদি চাও দিতে এসো তাড়াতাড়ি
মজে যাবো প্রেমে তবে সব কিছু ছাড়ি।।


আদর সোহাগে বুকে রাখবো যে ধরে
যত চাও তত প্রেম দিবো বুক ভরে।
পৃথিবীর কাছে কভু যাবো না ক হারি।।


দু'জনার দু'টি মন যদি মিলে যায়
তারা যেন এই ভবে শুধু সুখ পায়।
হেসে খেলে যেন তাই দেয় নদী পারি।।


রচনা কাল : ২৫/১০/২০১৮ ইং