মন তুই বুঝে শুনে যারে তার কাছে
তার বুকে তোর নাম লেখা দেখি আছে।
সুখ যদি পাস তুই থেকে যাবি তার
ভুলে যাবি যত কথা ছিল এই পাড়।।


ফুল দিয়ে মালা করে দিবি তার গলে
মন জ্বালা নিভে দিবি প্রেম কথা বলে।
হাসি মুখে তার কাছে যাবি বার বার।।


যত কথা বলে যাবে যাবি তত শুনে
তার সুখ তোর বুকে নিবি গুনে গুনে।
ব্যথা ভরা স্মৃতি গুলো মুছে দিবি আর।।


রচনা কাল : ২২/১১/২০১৮ ইং