মন শুধু চায় পেতে নীরব নিশিতে
এসো তুমি সব ছেড়ে চাঁদের বাতিতে।।


অপেক্ষাতে থেকে শুধু মন যায় পুড়ে
কষ্ট লাগে বড় কষ্ট এই বুক জুড়ে।
এসো তুমি তাড়াতাড়ি আলোর গতিতে।।


তোমায় দেখে হৃদয়ে আসে কত সুখ
আমি বড় ভাগ্যবান দেখা দিলে মুখ।
আর তো কিছু চাই না আমার বাড়িতে।।


রচনা কাল : ২৯/০৪/২০১৮ ইং