মন পাখি কোন ডালে বাঁধবেরে বাসা
দেশ জুড়ে খুঁজে দেখি কোন ডাল খাসা।।


একে একে কত ডাল দেখা হল ভাই
শক্ত ডাল কোথা খুঁজে নাহি আমি পাই।
দিন গেল রাত গেল নাহি পারি বসা।।


কত গাছ রুপবতি ডাল গুনে ধরা
দেখি পরে ডাল ভাল গাছ মরাধরা।
তাই আমি একা ঘুরি বাঁধি না রে বাসা।।


রচনা কাল : ২৬/০১/২০১৮ ইং