মন নাহি বসে আর নিজ ঘর বাড়ি
তোর কাছে আসি ছুটে সব কিছু ছাড়ি।
অপলকে চেয়ে দেখি তোর মিষ্টি হাসি
মুখে নয় মনে মনে বলি ভালবাসি।।
হেঁটে গেলে পাশ দিয়ে লাজে মরে যাই
দূরে গেলে মন পোড়ে ছুঁয়ে দিতে চাই।
কবে থেকে রবি তুই কাছে বারো মাসি।।
অপেক্ষায় থাকা দায় লাগে শুধু ভয়
তোর মন পেলে প্রাণ হবে যেন জয়।
প্রেম নদী দিবো পাড়ি জলে ভাসি ভাসি।।
রচনা কাল : ২৯/১১/২০১৮ ইং