মন জুড়ে প্রাণ জুড়ে আছো ভালবেসে
মিষ্টি মিষ্টি কথা বলে যাও কত হেসে।
তুমি ছাড়া একা লাগে শত লোক ভিড়ে
কাছে এলে বুক মাঝে সুখ আসে ফিরে।।
চোখ যদি ধরো তবে স্বপ্ন আসে কাছে
হাত দিয়ে ছুঁয়ে দেখি সত্য নাকি পাছে।
গায়ে যদি পরে হাত উঠো ধীরে ধীরে।।
কপালের মাঝে চুমু দেই যদি এঁকে
লাজে যাও কেন একেবারে বেঁকে।
সুখ ছন্দে প্রেম সুরে ডাকি বসে নীড়ে।
রচনা কাল : ২৮/১১/২০১৮ ইং