মন দিয়ে মন খুঁজে নাহি আমি পাই
দুঃখ ভরা প্রাণে শুধু গান গেয়ে যাই।।


কত হাসি মুখ দেখে লেগে যায় ভাল
অন্তরের মাঝে যেন আছে গাঢ় কালো।
মুখে ফোটে মিষ্টি কথা মনে প্রেম নাই।।


রূপবতী কন্যা এসে পাশে ঘেষে বসে
প্রাণ খুলে কথা বলে মজে প্রেম রসে।
ছলনাতে এই খেলা পায় যেন ঠাই।।


দিবানিশি ভাবি একা মন সুখ পেতে
কোন পথে সত্য প্রেম কত হবে যেতে।
ভুল পথে মিছে হাঁটা আজ বুঝি তাই।।


রচনা কাল : ২৬/১১/২০১৮ ইং