মন চায় প্রেমে পড়ি কোথা প্রেম পাই
মনের মতন কেহ এই গ্রামে নাই।।


ভালবাসা দিতে গেলে করে মন ভার
নিতে গেলে কষ্ট দেয় সরে বার বার।
এই মন পাবে কি গো কারো বুকে ঠাই।।


দূর হতে লাগে ভাল কাছে গেলে কালো
কি হবে নিয়ে হৃদয় নাহি যদি ভাল।
প্রেম ছাড়া এই বুকে কোন সুখ নাই।।


রচনা কাল : ২৮/০৪/২০১৮ ইং