মন চায় বার বার দেখতে তোমায়
তোমাকেই ভেবে আজ রজনী পোহায়।।
তুমি ছাড়া এই ভবে আপন তো নাই
যারে নিয়ে ঘর বেঁধে থাকতে যে চাই।
ইমুতে মেসেজ দেখে লুকালে কোথায়।।
ইহকাল পরকাল দু'টি জীবনেই
তুমি শুধুই আমার আর কেউ নেই।
বিশ্বাস করো আমায় প্রেমের দোহায়।।
রচনা কাল : ০৩/০৮/২০১৮ ইং