মন বলে ভালবাসো আমার মতন
স্বপ্ন গুলো খুব করে করো যে যতন।।


মন চায় সারাক্ষণ কথা বলে যাই
ইমুতে কত সময় দেখি তুমি নাই।
ভীষণ খারাব হয় মন যে তখন।।


কি যাদু করলে বলো থেকে দূর দেশে
দেবদাস বলে ডেকে যাও শুধু হেসে।
পাগলি হতে আমার আর কতক্ষণ।।


রচনা কাল : ২৩/০৭/২০১৮ ইং