মন আজ নেই ভাল প্রাণ কাঁদে শুধু
খুবই অসুস্থ আছে প্রিয় মোর বন্ধু।।


দিবানিশি ভাবি শুধু সারবে কখন
বিছানা ছেড়ে উঠলে নিভবে দহন।
বিধাতা কখন তারে দিবে রোগ মুক্তি
কখন বন্ধু আমার ফিরে পাবে শক্তি।
সারারাত ঘুমহারা ভেবে যাই শুধু।।


পাশে যদি থাকতো সে আদর সোহাগে
রাখতাম বুকে ধরে কত অনুরাগে।
ভাঙা কন্ঠে কথা শুনে শুধু বাড়ে জ্বালা
তবু ফোন দিতে প্রাণ চায় সারা বেলা।
তার ব্যথা মোর প্রাণে বাজে যেন শুধু।।


রচনা কাল : ০১/০৭/২০১৮ ইং