মিথ্যা বলে সুখ দাও বড় সুখী হই
অসুস্থ থেকেই বলো মহাসুখে রই।।
পাগলি তোমার তরে শুধু বলে যাই
তুমি ছাড়া দু'জীবনে আর কেউ নাই।
যত ব্যথা আছে বুকে দাও সব লই।।
সুখ দুঃখে যদি ভাগি নাহি হতে পারি
বলে দাও মুখ ফুটে যাও তুমি ছাড়ি।
ভালবেসে এই কথা কেমনে যে সই।।
রচনা কাল : ১১/১০/২০১৮ ইং