মিষ্টি কণ্ঠে মিষ্টি কথা সাথে মিষ্টি হাসি
ভাল লাগে তাই ছুটে তোর কাছে আসি।।
যত কথা শুনি তত প্রাণে লাগে দোলা
সুখ নিতে হৃদয়ের দোর রাখি খোলা।
ইচ্ছে মত প্রেম সুরে বাজে মন বাঁশি।।
তুই ছাড়া সব কিছু লাগে অন্ধকার
জীবনের সব সুখ আছে তোর ধার।
কোন কিছু নাহি বুঝি তরী যায় ভাসি।।
স্বপ্ন দেখে দিন গুনি কবে পাবো কাছে
ভালবেসে সর্বক্ষণ রবি পাছে পাছে।
সেই দিন পাবো জানি মুক্তা রাশি রাশি।
রচনা কাল : ১৭/১২/২০১৮ ইং