মিষ্টি চাঁদের আলোয় দেখে ছিনু ঘাটে
নিশি রাতে ভরা বর্ষা, এসে ছিলে ছুটে।।
সে ঘাট আজও আছে শুধু তুমি নেই
সেই বর্ষা আজ দেখি তুমি কোথা নেই।
গেলে তুমি বহু দূরে ঠোটে কান্না ফোটে।।
কবে আর হবে দেখা বর্ষা যায় চলে
নৌকা খানি চলে না তো আর হেলেদুলে।
পাবো নাকি আর দেখা এই ভরা ঘাটে।।
রচনা কাল : ১৭/০৩/২০১৮ ইং