মেঠো পথে চলে গেলে  ডেকে ইশারায়
আমি জানি বটতলে আছো অপেক্ষায়।।


বাড়ি হতে বের হতে লাগে মনে ভয়
কখন কোথায় মোর কি জানি কি হয়।
আড়ালে থেকে আমায় ডেকোনা ছায়ায়।।


জানাজানি হয়ে গেছে তোমার আমার
প্রেমের গোপন কথা চলেছে আবার।
কিভাবে তোমার কাছে যাবো একেলায়।।


রচনা কাল : ৩১/০৫/২০১৮ ইং