মেঘে ঢাকা স্মৃতি গুলো উঁকি মেরে চায়
জোসনার আলো এলে বুক পুড়ে যায়।
সুখ দিয়ে ছিল কেউ রেখে হাতে হাত
ব্যথা জাগে ফিরে যদি আসে এই রাত।।
মধুময় ক্ষণ গুলো নিমিষেই কাটে
বিরহের স্মৃতি কথা বুকে এসে ফাঁটে।
জ্বলে পুড়ে প্রাণটারে করে যায় ঘাত।
সময়ের স্রোতে আসে কিছু দিন ফিরে
নয়নের অশ্রু গুলো জাগে ধীরে ধীরে।
তাই সেথা যেতে নেই ভুলে জাতপাত।।
রচনা কাল : ২৬/১২/২০১৮ ইং