মায়াবী আঁখির প্রাণে যতবার চাই
ততবার এই বুকে সুখ খুঁজে পাই।।
কৃষ্ণকালো চুল গুলো বাঁধা আছে যত
তার চেয়ে মুখে হাসি ফোটে আরো তত।
হাসি মাঝে ডুবে গেলে দুঃখ ভুলে যাই।।
মুখের কথায় আছে যেন মধু ঢালা
কথা শুনে এই প্রাণ দিয়েছে গো মালা।
তার প্রেমে ডুবে আজ হাবুডুবু খাই।।
রচনা কাল : ২২/০৫/২০১৮ ইং