মাটি হবে খাটি মাটি ব্যথার দহনে
প্রেম প্রীতি ভালবাসা মরে না জীবনে।।
ব্যথা পেয়ে হাসো যদি তবেই জীবন
উড়ে গেলে সুখ পাখি ছাড়ে না ভুবন।
আকাশের দূর তারা হাসবে নয়নে।।
কষ্ট গুলো দিয়ে তুমি সাজাও অন্তর
সুখ পাবে নিজে নিজে বুকের ভেতর।
সুখ যদি থাকে মনে ছড়াও ভুবনে।।
রচনা কাল : ২৮/০১/২০১৮ ইং