মাথাটা রাখলে বুকে সুখে ঘুম ধরে
দুনিয়া স্বর্গের রূপে ঝলমল করে।।
আদর করছো বলে মন এত হাসে
হৃদয় গভীর তাই শুধু ভালবাসে।
সারাটি জীবন চাই বাঁচিবার তরে।।
যেদিন প্রথম দেখি গেয়ে ছিলে গান
সেদিন হয়েছো তুমি কলিজার প্রাণ।
হৃদয় বাঁধনে বেঁধে আনি তাই ঘরে।।
হাসছো মধুর ঠোটে এই কথা শুনে
ভাবছো আমায় নিয়ে যাচ্ছো কথা বুনে।
আড়ালে লুকিয়ে ছিলে দেখে কিছু পরে।।
রচনা কাল : ২১/১২/২০১৮ ইং