মানুষের মন মেলে বড় সাধনায়
সহজে সহজ মন কেউ নাহি পায় ।।


নিজে থেকে প্রেম নিয়ে দাঁড়ায় না সবে
একা প্রাণ থেকে যায় কত এই ভবে।
শাহিন বলে সে প্রাণ অশ্রু যে ঝরায়।।


সুখী হতে সুখ দিতে ঘুরো লোক ধারে
কত জন মিথ্যে আশা দিবে বারে বারে
বুঝে শুনে মন নিলে প্রাণ গান গায়।।


রচনা কাল : ১৭/০৮/২০১৮ ইং