মাহফিলে কথা শুনি বসে চুপচাপ
মন বলে মুছে গেল বুঝি সব পাপ।।


হুজুরের সাথে বলি আল্লাহর নাম
জান্নাতের বাগিচায় বসে পাই দাম।
পবিত্রতা পায় মন প্রতি ধাপে ধাপ।।


নিশিরাতে মাহফিল যেন জমে যায়
ঘুমহারা প্রাণ বুঝি রাসূলকে পায়।
চোখে মুখে দেখা যায় সুখ শান্তি ছাপ।।


আল্লাহর সাথে মন পড়ে যায় বাঁধা
হৃদয়ের মাঝ হতে আসে তাই কাঁদা।
কুরানের বাণী মাঝে দেই তাই ঝাঁপ।।


রচনা কাল : ১০/১১/২০১৮ ইং