মাহফিল মাহফিল আর কত চাই
কান দিয়ে শুনে যদি মনে কিছু নাই।।
গ্রামে গ্রামে মাহফিলে লোক শত শত
আল্লাহর নাম নিয়ে হয় তারা নত।
বাড়ি ফেরা পথে শুনি কটুকথা ভাই।।
বড় বড় হুজুরের নাম বলি মুখে
দাওয়াত রাখে যদি মন ভরে সুখে।
তার কথা শুনে পরে তবু ভুলে যাই।।
হুজুরের সাথে দেই নামাজের কথা
ফজরের আযানেও ঘুম হয় যথা।
মিথ্যা বলে মাহফিলে মনে সুখ পাই।।
রচনা কাল : ১০/১১/২০১৮ ইং