মা তোমার বুকে যেতে শুধু কেঁদে যাই
ফিরে এসো মা তোমায় কাছে পেতে চাই।।


মা তোমায় ছাড়া বুক করে হাহাকার
ভাল লাগে না কিছুই পৃথিবীতে আর।
তোমার মত আপন আর কেউ নাই।।


সে দিনের সেই হাসি দিবে আর কবে
দু'হাতে আদর করে সঙে সঙে রবে।
গভীর নিশিতে স্বপ্নে মাঝে মাঝে পাই।।


রচনা কাল : ১৯/০৯/২০১৮ ইং