মা ও মা তোমার কোলে আছি বলে তাই ;
এই প্রাণে কোন কষ্ট কোন জ্বালা নাই।।


তুমি দিলে বুক পেতে দিলে খাদ্য মুখে
তোমার ছায়ায় মা গো মন ভরে সুখে।
তুমি ছাড়া আর কারো গান নাহি গাই।।


তোমাতে হলাম বড় তোমাতেই আছি
মরে গেলে দিও ঠাই বুকে যেন বাঁচি।
জন্ম নিয়ে বড় সুখী কাহারে জানাই।।


রচনা কাল : ০৬/০৫/২০১৮ ইং