লুকোচুরি খেলা বুঝি হয়নি ক শেষ
খেলতে গিয়ে লুকালে ভিন্ন কোন দেশ।।
খুঁজে খুঁজে পথহারা তবুও না মেলে
সব খান খুজে মরি কত দূরে গেলে।
অন্ধকারে চুপিসারে সুখে আছো বেশ।।
এভাবে লুকালে তুমি খেলবো না আর
দাও না ক সাড়া শব্দ আসো না ক ধার।
চিরতরে গেলে বুঝি এই শেষমেশ।।
রচনা কাল : ২৪/০৯/২০১৮ ইং